পানছড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতাকারী আর কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি উপজেলা আওয়ামীলীগ। এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিয়েছে উপজেলা কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট।
আজ রবিবার (৬ ডিসেম্বর) বিকেল ০৪টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব এর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করে। মিছিলটি বঙ্গবন্ধু স্কয়ার ও মুক্তিযোদ্ধা স্কয়ার সহ পানছড়ির আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মুক্তিযোদ্ধা স্কয়ারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারের সামনে মিছিল করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে ভাস্কর্যবিরোধীদের বিপক্ষে স্লোগান দেন পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহিরুল আমিন রুবেল।
এ সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, উপজেলা যুবলীগের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, পানছড়ি কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন আহম্মেদ, সাধারণ সম্পাদক জয় দত্ত শুভ, পানছড়ি উপজেলা শাখার বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি পারভেজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রুবেল মহাজন, পানছড়ি সদর ইউপি ছাত্রলীগের সভাপতি শিমুল সাহা, সাংগঠনিক সম্পাদক অন্তর ত্রিপুরা, লতিবান ইউপি ছাত্রলীগের সভাপতি দীপংকর ত্রিপুরা সহ উপজেলার সকল ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নির্মাণাধীন এ ভাস্কর্যের মুখ ও হাতের অংশে ভাঙচুর করা হয়।
Leave a Reply