পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় নিখোঁজের একদিন পর চেঙ্গী নদীতে এক যুবকের মরদেহ পাওয়া গিয়েছে। পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের অক্ষয় মেম্বার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম তৎময় চাকমা। সে স্থানীয় স্মৃতিময় চাকমা ও অনুজা চাকমার ছেলে বলে জানা গিয়েছে। তৎময় চাকমা পানছড়ি সরকারি ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তৎময় চাকমা গত শনিবার রাত ১১’টার দিকে চেঙ্গী নদীতে মাছ ধরতে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো খোঁজ পায়নি। এদিকে, রবিবার (২১’জুন) সন্ধ্যা সাড়ে ০৭’টার দিকে চেঙ্গী নদীর পানিতে এলাকাবাসী খোঁজাখুঁজির সময় একটা লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে।পরবর্তীতে স্থানীয়রা তৎময় চাকমাকে সনাক্ত করে।
চাকমা যুবকের এই মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।
এ ব্যাপারে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন বলেন, পানছড়ি থানার ঘনটাটি শুনেছি। এ ব্যাপারে এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি।
Leave a Reply