খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিদ্যুৎ বিহীন এলাকায় সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। আজ এসব সোলার প্যানেল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ’-এর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী লোগাং ইউনিয়নে গরিব ও অসহায়দের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
বিদ্যুতের চাহিদা পূরনের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর আওতায় আজ (১৮’জুন) বৃহস্পতিবার সকাল ১১’টার সময় সৌর বিদ্যুতের এই প্যানেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply