আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠন প্রতিষ্ঠিত হয়।
পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় পানছড়িতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি উদযাপন করে উপজেলা যুবলীগ।
কর্মসূচির মধ্যে ছিল- পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত, কেক কাটা ও আলোচনা সভা।
আজ সকাল ০৯টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে সকাল ১০টায় পানছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে দোয়া মোনাজাত, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply