দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ (২৮’সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি।
দলের সভাপতির জন্মদিন উপলক্ষে আজ (২৮’সেপ্টেম্বর) সকাল ৯টায় পানছড়িতে নিজ দলীয় কার্যালয়ে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, প্রার্থনা এবং আলোচনাসভা করা হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব এবং সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
এতে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া মুনাজাত ও দেশ পরিচালনায় তার অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করেন।
Leave a Reply