খাগড়াছড়ি জেলার পানছড়িতে বিভিন্ন এলাকার মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় সংসদ সদস্য ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
আজ সোমবার(১৮ মে) সকাল ১১ টায় পানছড়িতে স্থানীয় সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের অর্থায়নে করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী উত্তরণে দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এইউপহার সামগ্রী বিতরণ করেন এই সংসদ নেতা।
ত্রান সামগ্রির উপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার লেখা ছিলো। এসময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবু চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু নির্মলেন্দু চৌধুরী, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রীকান্ত দেব মানিক, প্রেসক্লাব সভাপতি বাবু জয়নাথ দেব প্রমুখ।
ত্রান বিতরণে অংশ নেন উপজেলার আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা সকলকে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান।
এদিকে তার এই ত্রান-সাহায্য পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন পানছড়ির অসহায় ও দুস্থ মানুষরা।
Leave a Reply