পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও ২৯৮ নং আসনের সাংসদ বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)’র পক্ষ থেকে ২০১৪ সালের ০৫ জানুয়ারির নির্বাচনে সন্ত্রাসী হামলায় নিহত নব রন্জন ত্রিপুরার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
০৩ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০টার সময় নগদ এই অর্থ গ্রহণ করেন নিহত নব রন্জন ত্রিপুরার সহধর্মিণী।
সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নগদ এই অর্থ প্রদান করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব।
এসময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা পেয়ে নিহত নব রন্জন ত্রিপুরার সহধর্মিণী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply