পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যাক্তি মারা গিয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৯ টায় ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে সড়ক দুর্ঘটনায় আলহাজ্ব এটিএম ফিরোজ আলম মুকুল (৫৫) নামে উক্ত ব্যাক্তি মৃত্যুবরণ করেছে।
ফিরোজ আলম মুকুল ঈশ্বরদী শহরের দড়িনারিচা রেলগেট স্টেশন রোডের বাসিন্দা।তিনি শামসুল আলম বিশ্বাসের ছেলে এবং বিশ্বাস বিপনি বাজারের স্বত্বাধিকারী বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬ টায় শহরের আলহাজ্ব মোড়ে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া গামী একটি মটর সাইকেল স্বজোরে ধাক্কা দিলে মুকুল উল্টে পড়ে যায়।এতে সে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার জন্য রাজশাহী পাঠানো হয়। কিন্তু পথেই তিনি মৃত্যু বরন করে।
Leave a Reply