পাবনা জেলার সুজানগরে জলাশয় দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।সংঘর্ষের সময় ছররা গুলি ছোড়া হয় বলে অভিযোগ মুক্তিযুদ্ধ মঞ্চের।এতে ১৮ জন আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ।
সুজানগর উপজেলার রাণীনগর ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি জহির আহমেদ,৮ নং ওয়ার্ড ইউপি সদস্য কাশু সহ ১৮ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা যায়।
মুক্তিযুদ্ধ মঞ্চের সুজানগর উপজেলা শাখার সভাপতি ওমর ফারুক হৃদয় রাণীনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিনকে দায়ী করে বাংলাদেশ সারাবেলাকে বলেন “আমাদের মুক্তিযুদ্ধ মঞ্চের উপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।আজ এই হামলার প্রতিবাদে সুজানগরে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও আগামীকাল আমরা মানববন্ধন কর্মসূচি দিয়েছি।”
Leave a Reply