বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সেলিম হোসেন শেখ, জেলা ভেটেনারি অফিসার পাবনা।
ডাঃ মোঃ আব্দুল কাদির, উপজেলা ভেটেনারি অফিসার। মোঃ মানিকুজ্জামান মানিক, সদস্য জেলা কৃষক লীগ পাবনা এবং ডাঃ জিহাদ আল মামুন, এসিআই ভেটেনারি সার্ভিস অফিসার। “পাবনা ক্যাট শো-২০২৪” অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন রাজেশ কুমার শাহা, রিধি হাসান,আব্দুল্লাহ আল মামুন।ডাঃ আব্দুল কাদির বলেন, এই ধরনের অনুষ্ঠান পাবনাতে প্রথম অনুষ্ঠিত হচ্ছে । অনুষ্ঠান আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।বিড়াল প্রেমিদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূল পরামর্শ প্রদান করেন।
Leave a Reply