আজ শনিবার ১১ ফেব্রুয়ারি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পর্যায়ের সর্বোচ্চ ডিগ্রী পিএইচডি ডিগ্রী অর্জনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: কামাল হোসেন এবং সহকারী প্রক্টর মাসুদ রানাকে নিজ বিভাগ ব্যবসায় প্রশাসনের পক্ষ থেক গণসংবর্ধনার আয়োজন করা হয় এবং ফুলেল শুভেচছা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
গত ৮ই ফ্রেব্রুয়ারী ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো:কামাল হোসেন ‘বাংলাদেশে টেলিযোগাযোগ শিল্পের গ্রাহক আচরণ (২০০৮-২০১৯) ‘ শীর্ষক এবং
ব্যবসায় প্রশাসনের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মাসুদ রানা ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মুদ্রানীতির প্রভাব শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
এই অর্জনে তাদের নিজ বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে।
গণ সংবর্ধনা অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্ব ছিলেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর নাহিদ ইমন।
এ সময় নাইমুর নাহিদ ইমন জানান, আমাদের শিক্ষক গণ আমাদের অভিভাবক সমতুল্য। ক্লাসে পাঠদানের পাশাপাশি, ব্যবসায় প্রশাসনের শিক্ষকগণ আমাদের সাথে খুবই আন্তরিক এবং বন্ধুসুলভ। তাদের এই অর্জনে ব্যবসায় প্রশাসন বিভাগ সহ সমগ্র ক্যাম্পাস আনন্দিত ও গর্বিত। মহান সৃষ্টিকর্তার কাছে তাদের সফলতা কামনা করি। তাদের এই সফলতার পথ যেনো আরো দীর্ঘ হয়।
অনুষ্ঠান শেষে আনন্দের সহিত প্রক্টর মো: কামাল হোসেন ও সহকারী প্রক্টর মাসুদ রানা জানান, আমাদের বিভাগ ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী পক্ষ থেকে এমন আয়োজন আমাদেরকে গর্বিত ও আনন্দিত করেছে। আমি তাদের সার্বিক সফলতা কামনা করি।তারাও যেন একদিন এভাবে দেশের আলোকিত হয়ে উঠুক এবং আমরা তাদেরকে নিয়ে বিশ্বদরবারে গর্ব করতে পারি। আমাদের এই অর্জন তাদেরই জন্য। আশা করি, আগামীর সকল অর্জন তাদের দোয়া এবং ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ব্যবসা প্রশাসনের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:নুরুল্লাহ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেহজাদ হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply