“পিতার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাই” ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সাবেক ভূমি মন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর কন্যা ও পাবনা জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহ্জেবিন শিরীন পিয়া এই কথা বলেন।
উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে এই আওয়ামীলীগ নেত্রী বলেন “সাংবাদিকরা আমার পরম আত্বীয়।সাংবাদিকদের সাথে আমার আত্বার সম্পর্ক। আমি সব সময়ই সাংবাদিক ভাইদের পাশে থাকি,থাকার চেষ্টা করি।”
উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন “আমি উপজেলা পরিষদে লক্ষাধিক ভোট পেয়ে নির্বাচিত। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন,আমাকে এই অঞ্চলের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে।”
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জৈষ্ঠ সাংবাদিক তৌহিদ আক্তার পান্না।
এসময় বিভিন্ন টিভি, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply