পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বারবার নির্বাচিত বর্তমান মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পিরোজপুর জেলায় আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেককে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
এ প্রসঙ্গে আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন, দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন আগামী ১৬ জানুয়ারি ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply