দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জান মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের পৌর এলাকায় অগ্নি নির্বাপন সচেতন মূলক প্রচারণা ও মহড়া অনুষ্ঠিত হয়।
আজ (২০ মার্চ) শনিবার বিকালে ৪ টার সময় পীরগঞ্জের ফায়ার সার্ভিস ইউনিটের উদ্যোগে এবং পীরগঞ্জ রংধনু শিশু সংগঠনের সহযোগিতায় জনসচেতনতায় অগ্নি নির্বাপন সচেতনতা মূলক প্রচারণা ও মহড়া প্রদর্শন করা হয়েছে। এসময় অগ্নি নির্বাপনের কলাকৌশল প্রদর্শন করা হয়।
অগ্নি নির্বাপন মহড়ায় বক্তব্য রাখেন- পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও পীরগঞ্জ রংধনু শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শুভ শর্মা ও সভাপতি রিদয় ইসলাম, সাবেক সভাপতি অপু শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হাসান,সাংগঠনিক সম্পাদক মোঃ জীবন ইসলাম প্রমুখ।
রংধনু শিশু সংগঠন যুবকদের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স পীরগঞ্জ শাখার উদ্যোগে পীরগঞ্জ পৌর এলাকায় আগুন নিয়ন্ত্রণ কৌশল তদারকি করার প্রয়োজনে প্রচারণা ও মহড়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে ২০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়।
Leave a Reply