পীরগঞ্জ উপজেলায় ১৯টি লাইসেন্স বিহীন ইটভাটায় প্রতিনিয়ত কাঠ পুড়াচ্ছেন ভাটার মালিকরা। বেশ কিছুদিন আগে ১ টি ইটভাটায় অভিযান চালিয়ে কিছু ইট ভেঙ্গে দিয়ে ভাটা বন্ধ করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে ৩০ দিনর মধ্যে ভাটার মালামাল সরিয়ে নেয়ার জন্য মালিকের মুচলেকা নেয়া হলেও ঐদিনই পূনরায় ভাটা চালু হওয়ায় জনমনে প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জেলা প্রশাসকের তথ্য মতে পীরগঞ্জে কোন ইটভাটা নেই। ইটভাটাতে ইট পোড়ানোর পূর্বে জেলা প্রশাসক কার্যালয় হতে ইট পোড়ানোর জন্য ফায়ারিং সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক হলেও সনদপত্র ছাড়াই নিজ খেয়াল খুশিমত ১৯ ইটভাটার মালিকগন ইট পোড়ানোর কাজ চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধনে জানা যায় ভাটা মালিক সমিতি নামে একটি আন-রেজিষ্টার্ড ভুয়া সমিতি খুলে প্রতিবছর এই অবৈধ ভাটা গুলো চালানো হয়। সংশ্লিষ্টদের ম্যানেজের জন্য প্রতিটি ভাটা থেকে ৩ থেকে ৪ লক্ষ টাকা আদায় করা হয়। ডিসি, ইউএনও, ভোক্তা অধিকার,পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ গ্রহন করেন না বলে অভিযোগ অনেকের ।
পীরগঞ্জে অনুমোদনহীন অবৈধ ১৯ ইটভাটার শিরোনাম সংবাদ পরিবেশের পরেও লাভ হয় না বলে জানান কিছু সংবাদ কর্মী
Leave a Reply