সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ এ প্রতিবাদ্য বিষয় নিয়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাট চাষিদের নিয়ে প্রক্ষিণ হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রসাশন, পীরগঞ্জ পাট অধিদপ্তর, বস্তু ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে পাটচাষি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, সহকারী পরিচালক পাট অধিদপ্তর দিনাজপুর।আরো বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায়, অসীম কুমার মালাকার, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর ঠাকুরগাঁও,জেলা বীজ প্রত্যয়ন অফিসার আনিসুর রহমান , উপজেলা পাট উন্নয়ন উপ-সহকারী কর্মকর্তা তানিয়া আক্তার প্রমুখ।
প্রশিক্ষণ শেষে উপস্থিত একশত কৃষকের মাঝে পাঁচশত টাকা ও একটি করে পাটের ব্যাগ প্রদান করা হয়।
Leave a Reply