ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারিকেল গাছ মার্কা) বীর মুক্তিযোদ্ধা একরামুল হক।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন।
তিনি জানান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নারীকেল গাছ প্রতীক একরামুল হক ৯ হাজার ১শত ৩৩ ভোট পেয়েছে ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কসিরুল আলম নৌকা প্রতীক ভোট পেয়েছেন ২ হাজার ৭শত ৯০টি।
এর আগে সকাল ৮টা থেকে ইভিএম প্রদ্ধতিতে পৌরসভায় ৯টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। সুষ্ঠভাবে ভোটগ্রহনে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এখানকার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৪৭ জন। নারী ১০ হাজার ৬৩২ জন।
Leave a Reply