কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পর্শে মো.সাকিব প্রকাশ বাবু (১২)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী স্কুল ষ্টেশনে এ ঘটনা ঘটে। বাবু একই ইউনিয়নের পুর্ব জালিয়াকাটা গ্রামের মো.জাকরিয়ার ছেলে। স্থানীয়সুত্রে জানা গেছে,ফাঁশিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ষ্টেশনে ফোরকানের মালিকানাধীন একটি গ্যারেজের দোকানে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) গাড়ি মেরামত করার সময় বাবু বিদ্যুতষ্পর্শ হয়। এ সময় সে ঘটনাস্থলে প্রান হারান। এ সময় দোকানে বাবু একাই ছিলেন। বাবু ওই দোকানের কর্মচারী। কয়েকমাস আগে সে ফোরকানের গ্যারেজের দোকানে কাজ করছিলেন।
নিহত বাবুর মা জেয়াসমিন আক্তার বলেন,সকালে প্রতিদিনের মত দোকানে যায় বাবু। টমটম গাড়ি মেরামত করার সময় অসাবধানতায় হঠাৎ বিদ্যুতষ্পর্শে মারা যায়। জানাগেছে,জেয়াসমিন আক্তার দোকান মালিক ফোরকানের দ্বিতীয় স্ত্রী। ওইদিন সৎ বাবার দোকানে বাবুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইউপি সদস্য নাছির উদ্দিন মিয়া শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। পেকুয়া থানার ডিউটি অফিসার এসআই সাঈদ বলেন, আমি পুলিশ পাঠাচ্ছি।
Leave a Reply