প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থার পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করলেন যুবনেতা দোলন বিশ্বাস।
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া বিধি-নিষেধের কারণে বেকায়দায় পড়েছে ভাসমান, ভবঘুরে, ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কাজ না থাকায় অনেকের ঘরে দিন শেষে ইফতার করার মতো কোনো সামগ্রী নেই।পবিত্র মাহে রমজান উপলক্ষে “তারুন্যকে নিয়ে পাল্টায় দেশ,২ টাকার ক্ষুধা মুক্তির বাংলাদেশ” এ-ই স্লোগান কে সামনে রেখে প্রতিশ্রুতি সেবা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছেন এমপি পুত্র, যুবনেতা ও ঈশ্বরদী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন।
মঙ্গলবার ( ২৭এপ্রিল ) বিকেলে ঈশ্বরদী পুরাতন বাস টার্মিনালে এই ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থার সকল সদস্যবৃন্দ। যুবনেতা ও করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুজ্জামান বিশ্বাস দোলন বলেন, “করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।আমাদের দেশে প্রায় পাঁচ কোটি তরুণ আছে,তার মধ্যে আমিও একজন। আমাদের এই প্রজন্মকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না বলে আমি আশা করি। এই প্রজন্ম রক্ত চায় না, যুদ্ধ চায় না, সহিংসতা চায় না। এই প্রজন্ম চায় স্বচ্ছতা,পরিচ্ছন্নতা এবং সততা নিয়ে দেশ গড়তে।আমরা প্রতিদিন চেষ্টা করছি অসহায় মানুষের পাসে দাঁড়াতে।”
Leave a Reply