প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন ।
শনিবার বিকাল ৫.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদের ডাকবাংলোর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে খালেদা জিয়া ও বিএনপি সম্পর্কে বিভিন্ন শ্লোগান দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির, সাধারণ সম্পাদক হামিদ জোয়ার্দার, অন্যান্যদের মধ্যে আব্দুল মজিদ, শামীম, হাসান, রুদ্র, মিফতা, জিল্লু,উজ্জ্বলসহ শতশত নেতাকর্মী।
সভায় বক্তারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে “পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” শ্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে মনে করে আওয়ামী লীগ। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
Leave a Reply