প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন এলাকায় সোনালু গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবুর রহমান। প্রধানন্ত্রীর জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসে ৭৫ টি বৃক্ষরোপণ করা হবে বলে জানা গেছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভার:) মু. আতাউর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. গৌতম কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, সহকারী প্রক্টর মোঃ সাজাজাদুর রহমান টিটু, উপ-পরিচালক (তপ্রজ) মোঃ আতাউল হক প্রমুখ।
এছাড়াও, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিনে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ।আরও অভিনন্দন জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
Leave a Reply