করোনা ভাইরাসের কারনে পুরো বিশ্ব আজ থমকে গেছে।শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসার কাজে ভিডিও মিটিংয়ের জন্য খুব দ্রুতই এগিয়ে গিয়েছে জুম এপ্লিকেশন।কিন্তু জুম ব্যবহারকারীদের তথ্য সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা সে বিষয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র ।ইতিমধ্যে নিউ ইয়র্কের এটর্নি জেনারেল জুমের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রিয়তায় আসার পর জুম নতুন করে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কিনা সে ব্যাপারে জানতে।এ বিষয়ে জুমের এক মুখপাত্র জানিয়েছেন তাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া রয়েছে।তারা নিউইয়র্কের এটর্নি জেনারেলের চিঠির উত্তর দিতেও প্রস্তুত।
এদিকে জুম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে গুগল।গুগল তার কর্মীদের প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত ল্যাপটপে জুম এপ্লিকেশন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে।তবে কর্মীরা চাইলে ব্যাক্তিগত মোবাইল ফোন ও ব্যাক্তিগত ল্যাপটপে জুম ইউজ করতে পারবে বলে জানিয়েছে গুগল।
Leave a Reply