সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নৌকার বিরোধিতাকারীদের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে গতকাল ২০জুন (সোমবার) ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের মতামত ছাড়াই ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থানকারী নুরুল আবছারকে সভাপতি ও মাহামুদুল করিমকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। এ কমিটি ঘোষণা করেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, সম্প্রতি অনুষ্টিত হওয়া ফাঁসিয়াখালী ইউপি নির্বাচনে নুরুল আবছার ও মাহামুদুল করিম প্রকাশ্যে নৌকার বিপক্ষে কাজ করেন। এছাড়াও নৌকার বিরুদ্ধে অবস্থানকারীদের মধ্যে কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেছে নৌকার বিরোধী প্রার্থী মোটরসাইকেল প্রতিকের নাছির উদ্দিন চৌধুরী এবং তার ভাই মহি উদ্দিন চৌধুরী। এদিকে ওয়ার্ড পর্যায়ে কমিটিতে আসা অন্যান্য নৌকা প্রতিকের বিরোধীরা হলেন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির কাউন্সিলর শামসুল আলম, আবুল কাসেম, শাহাব উদ্দিন, মমতাজুল ইসলাম, শামসুল আলম (২), ৩নং ওয়ার্ডের শামসুল আলম, ৪নং ওয়ার্ডের রুকেল বড়ুয়া, মিঠুন দে, ৫নং ওয়ার্ডের হামিদুল হক, সাবেক বিএনপি নেতা হাইব্রীড আওয়ামলিগ মৌলভী মোজাম্মেল হক, ৬নং ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা আবুল হাসেম প্রমুখ। অন্যদিকে, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে কাউন্সিলর লিষ্টের আওতাভুক্ত না করার ও গুরুতর অভিযোগ উঠেছে। নৌকার বিরোধিতাকারীদের দলের গুরুত্বপূর্ণ পদে বসানোর বিষয়ে জানতে উপজেলা আওয়ামিলীগে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের নৌকা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামিলীগের সম্মেলনে নৌকার বিরোধীদের সভাপতি, সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে। এতে করে তৃণমূল আওয়ামিলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে নৌকার বিরোধী ও বিএনপি-জামাতের লোকদের কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। এ কমিটিতে দলের দূর্দিনের ত্যাগী নেতাকর্মীদের ও সঠিক মূল্যায়ন করা হয়নি বলে জানান তিনি।
Leave a Reply