দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনসহ সকাল দশটায় নগরীর ফিরিঙ্গিবাজারে অবস্থিত উপলব্ধি নামক সামাজিক সংগঠনে পথশিশুদের সাথে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন করে। কেক কাটার মধ্য দিয়ে এই প্রোগ্রাম শুরু হয়, এরপর শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খবার বিতরণের পর সমাপ্তি হয়।প্রোগ্রাম শেষে সিভাসু ছাত্রনেতা শফিক আনাম বলেন “গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ দুটি নাম এক ও অবিচ্ছেদ্য। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ বাঙালির অবদানের পাশাপাশি তার জন্মের তিথিও চিরজাগরূক থাকবে বাঙালির প্রাণের স্পন্দনে।
প্রজন্ম থেকে প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চিরপ্রবাহমান থাকবে।
তিনি আরো বলেন ‘মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী শিক্ষা শান্তি ও প্রগতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে মুজিব আদর্শের প্রেরণায় উজ্জীবিত হয়ে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনিমার্ণে এগিয়ে যাবে। এ ব্যাপারে ছাত্রনেতা ফারহান ফুয়াদ বলেন জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা চেষ্টা করেছি ছিন্নমূল, বাস্তুহারা এই সব শিশুদের জন্য অল্পকিছু করার।আশা করি সমাজের বিত্তবানরাও এদের জন্য তাদের মায়ার হাত প্রসারিত করবেন। বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা ইয়াছিন বলেন “বঙ্গবন্ধুর জন্মদিন
শিশুর হৃদয় হোক রঙিন ” জাতীয় শিশুদিবসের এই প্রতিপাদ্যের মতো প্রতিটি শিশুর জীবন হোক আরো সুন্দর ও নির্মল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার, হারুনুর রশিদ,সাকলাইন, প্রমুখ ছাত্রনেতারা।
Leave a Reply