কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাবনার ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর উপজেলা শাখার এ বিক্ষোভ মিছিল সমাবেশে সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান সরকার, আব্দুল হালিম যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আলাল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা সুইট লিমন সাগর, সুজন, রাশেদ, সোহেল, যুবলীগ নেতা হাফিজ সরকার, রাজু সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন ন্যক্কারজনক কাজ এ জাতি কখনও মেনে নিবে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের এ দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। এ সকল নব্য রাজাকারদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে।
Leave a Reply