কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সহ সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সাংগঠনিক সম্পাদক সাজিদ রাব্বি রাহাত, শাহাদাৎ হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন ন্যক্কারজনক কাজ এ জাতি কখনও মেনে নিবে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের এ দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। এ সকল নব্য রাজাকারদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে।
Leave a Reply