নাটোরের বড়াইগ্রাম থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা উপজেলায় বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার বিকেলে থানা চত্বরে উপ-পরিদর্শক শামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
এ সময় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ন – সম্পাদক মোহাম্মদ আলী গাজী (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম আসমত (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল মন্ডল (দৈনিক ঢাকা টাইমস), প্রকাশনা সম্পাদক মনতাজুর রহমান রানা (দৈনিক নয়াদিগন্ত), সাংস্কৃতিক সম্পাদক বোরহান উদ্দিন বুলবুল (দৈনিক আমার সংবাদ), পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা একাব্বর আলী (চলনবিল প্রবাহ), ক্রীড়া সম্পাদক সোহেল সরকার (দৈনিক উত্তরবঙ্গ বার্তা), ধর্ম বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন ও সাংবাদিক ওয়াকিল আহমেদসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ওসি নজরুল ইসলাম মৃধা তার বক্তব্যে অপরাধ দমনসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিক ও পুলিশ উভয়কেই পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
Leave a Reply