বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এই ধরনের ন্যাক্কারজনক হামলায় প্রশাসন কেন নির্বিকার? শিক্ষার্থীদের উপর এই রকম অমানবিক হামলা কখনো মেনে নেওয়া যায় না।দেশের সাধারণ শিক্ষার্থীরাই যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ নাগরিকরা কিভাবে নিরাপদ থাকবে?
এসময় শিক্ষার্থীরা আরও বলেন, “এধরণের বর্বরোচিত হামলা রুখতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। দেশের সকল শিক্ষার্থীদের এই হামলার প্রতিবাদে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় । শিক্ষার্থীরা বলেন দুষ্কৃতকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাই।
Leave a Reply