গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) থেকে কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামকে।
গতকাল ১৮ই আগস্ট রেজিস্ট্রার ও তদন্ত কমেটির সদস্য সচিব প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয় ” বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরি হওয়া বিষয়ক তদন্ত কমিটির কার্যক্রম সকল প্রশ্নের উর্ধ্বে রাখার স্বার্থে তদন্ত কমিটির ৬ জন সদস্যের মতামতের ভিত্তিতে কমিটির সদস্য পদ থেকে সহকারী রেজিস্ট্রার মোঃ নজরুল ইসলাম কে অব্যহতি প্রদান করা হল।”
এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন থেকে গ্রেপ্তারকৃত শিক্ষার্থী পনির সাথে একই রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে দেখা গিয়েছে দাবি করা হয়।
অব্যাহতি প্রদানের বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর গুঞ্জন উঠে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলামই উক্ত কর্মকর্তা । তবে তার বিরুদ্ধে উঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সবসময় তদন্ত কমিটিকে সাহায্য করেছেন বলে জানিয়েছেন সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম।{
উল্লেখ্য গত ৯ আগস্ট বশেমুরবিপ্রবি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনা সামনে আসে।এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের পাশাপাশি করা হয় মামলা।এই ঘটনায় এখন পর্যন্ত এক শিক্ষার্থী সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply