বশেমুরবিপ্রবি অধ্যায়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “গাজীপুর জেলা এসোসিয়েশন ” এর কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটিতে উপদেষ্টা হিসেবে আছেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নাসরিন ও ফার্মেসি বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মোঃ সোলায়মান হোসেন।
শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে থাকবেন মোহাম্মদ শাহানুর হোসেন এ. আই. এস, ২০১৬-১৭ (আহবায়ক) ও মোঃ সাগর মিয়া, এ.আই.এস, ২০১৬-১৭ (সদস্য সচিব)।
বুধবার উপদেষ্টাদের তত্বাবধানে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো মেহেদী হাসান হৃদয় ও কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী হৃদুওয়ান সজীব কে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেদী হাসান (এপিপিসি বিভাগ) , সাইফুল ইসলাম (কৃষি বিভাগ) ,যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা বাচ্চু (একাউন্টটিং বিভাগ) ও সাজ্জাদ আল মুদাসসির (ফিজিক্স বিভাগ) সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নোবেল , সহ সাংগঠনিক সম্পাদকঃসোহেল সফিক, প্রচার সম্পাদকঃ শাহরিয়ার ,দপ্তর সম্পাদকঃ জনি ইসলাম নাইম , সহ দপ্তর সম্পাদকঃ নুর হোসেন , অর্থ সম্পাদক:আবুবকর সিদ্দীক অনিক,সহ-অর্থ সম্পাদক :বিল্লাল হোসেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আসিফ ইকবাল পুলক,সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: নাদিম হোসেন,ছাত্রী বিষয়ক সম্পাদক:খাদিজা আফরিন হিমু,সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক:মেহেরুন্নেসা মীম,ক্রীড়া সম্পাদক :হৃদয় দেবনাথ,সাংস্কৃতিক সম্পাদক:নাইম খান নাজ।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন জার্জিস আহমেদ,জুনায়েত জামান তাহমিদ,নাহিদ হোসেন ও ওয়াকিফ তানজিল মিনহাজ।
উল্লেখ্য,বশেমুরবিপ্রবিস্থ গাজীপুর জেলা এসোসিয়েশন ২০১৯ সালে প্রাতিষ্ঠানিক অনুমতি পাওয়ার পর থেকে গোপালগঞ্জে অবস্থিত গাজীপুর এসোসিয়েশন ছাত্রদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply