গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু’টি বিভাগের চেয়ারম্যান পদে দু’জন সহকারী অধ্যাপক নিয়োগ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান হিসেবে সহকারী অধ্যাপক বদরুল ইসলামকে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে।
পৃথক আরেকটি অফিস আদেশে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সহকারী অধ্যাপক উজ্জ্বল মন্ডলকে।
উল্লেখ্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মান্নান খান।
Leave a Reply