গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টোরিয়াল বডিতে নতুন দুই জন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে অত্র বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেনকে স্বাধীনতা দিবস হলের সহকারী প্রভোস্টের পদ থেকে অবমুক্ত করে সহকারী প্রক্টর এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুবকে সহকারী প্রক্টর হিসেবে তিন বছরের জন্যে নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়।
এছাড়া একই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বুলু রহমান-কে স্বাধীনতা দিবস হলের সহকারি প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রকিবুল ইসলামকে অবমুক্ত করে তদস্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাবউদ্দিনকে শেখ রাসেল হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক ও একাডেমিক স্বার্থ বিবেচনা করে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply