জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) তে শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বৃহষ্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে আটটায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
করোনাপরিস্থিতির কারনে আলোচনা অনুষ্ঠানটি জুম এপস ব্যবহার করে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
“গণমানুষের নেতা বঙ্গবন্ধুঃ আগামীর বাংলাদেশের জন্য একটি নির্মোহ মূল্যায়ন ” শীর্ষক বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটিন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদা আখতার।
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামের সঞ্চালনায় আশিকুজ্জামান ভূইয়া,মোঃ হাফিজুর রহমান,মোঃ আল-আমিন,মোঃ তরিকুল ইসলাম, মনজুর রশীদ,রাকিব হাসান,মনোয়ার হোসেন মুরাদ,সাদিয়া আফরিন,সৈয়দ আবুল কালাম আজাদ,সনিয়া আক্তার,ড. মাহবুব হোসেন,এমদাদুল হক,মোঃ আনোয়ারুজ্জামান, শামসুল আরেফিন প্রমুখ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply