গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবারের ৮ সদস্য সহ করোনায় আক্রান্ত হয়েছেন।
নাম-পরিচয় গোপন রাখার শর্তে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ঐ শিক্ষার্থী জানান তার মামা পরিবারসহ তাদের বাড়িতে কিছুদিন আগে বেড়াতে আসেন।বেড়ানো শেষে নিজ বাড়িতে যাওয়ার পর তাদের জ্বর-সর্দি ও করোনার উপসর্গ দেখা দিলে কোভিড-১৯ টেস্ট করান।পরবর্তীতে টেস্টের ফলাফল পজিটিভ আসে।এরপর বশেমুরবিপ্রবির ঐ শিক্ষার্থী পরিবারসহ কোয়ারেন্টাইনে থাকেন।পরবর্তীতে শিক্ষার্থীর মায়ের উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা করান।গতকাল (১৪ জুন) করোনা টেস্টের ফলাফল পজেটিভ আসে। শিক্ষার্থীর পরিবারের মোট ৮ জন সদস্য করোনায় আক্রান্ত বলে বাংলাদেশ সারাবেলাকে জানিয়েছেন উক্ত শিক্ষার্থী। তবে পরিবারসহ তারা আগের চেয়ে ভালো আছেন জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন উক্ত শিক্ষার্থী।
Leave a Reply