গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর এক শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেয়া হয়। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।ছাত্রলীগকে দোষী করে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা ও বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীকে পরিবারসহ ধর্ষণের হুমকি দেয়াএ অভিযোগ করেছিলেন ভুক্তভোগী বশেমুরবিপ্রবির কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফ লাইলা।
ফেইক একাউন্ট হাসান আল মামুন থেকে হুমকি দেয়া হয়।
পরবর্তীতে এই ঘটনায় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আলি হোসেন মুক্তা মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
লোকসমাজে হেয় প্রতিপন্ন করতে অসৎ উদ্দেশ্যে হাসান আল মামুন নামের আইডি থেকে এধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা লেখা হয়েছে বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সারাবেলাকে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা বলেন “চলমান পরিস্থিতি কোন স্বার্থান্বেষী মহল ছাত্রলীগ ও তাকে বিতর্কিত করতে এধরনের কাজ করে থাকতে পারে। “
এদিকে এ ঘটনা ষড়যন্ত্র হতে পারে দাবি করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরাও সরব হয়েছেন।দ্রুত এর পেছনের ব্যাক্তি বা ব্যাক্তিসমূহকে সামনে নিয়ে আসার দাবি তাদের।
Leave a Reply