বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর আর নেই।
আদালত থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলেও তিনি আর বাংলাদেশে নেই বলে গুঞ্জন উঠেছে।গতকাল সোমবার সন্ধ্যার পর রাজধানীর অভিজাত এলাকা গুলশান ১২০ নাম্বার রোডের একটি ফ্ল্যাট থেকে চাঁদপুরের মুক্তিযোদ্ধা কন্যা মুনিরার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মুনিরার বড় বোন বাদি হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এর বিরুদ্ধে গুলশান থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনায় আজ মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে ঘটনার রাতেই একটি বিশেষ বিমানে দেশ ছেড়েছেন বসুন্ধরার এমডি আনভীর।তবে বসুন্ধরা গ্রুপের এমডি বাংলাদেশে আর নেই এমন গুঞ্জন উঠলেও তার পরিবার,প্রতিষ্ঠান কিংবা প্রশাসন থেকে এ ব্যাপারে এখনো নিশ্চিত করা হয়নি।
তাই গুঞ্জন গুজব নাকি সত্য, তা জানতে হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে দেশবাসী’র।
Leave a Reply