থামছেই না করোনা আক্রান্তের সংখ্যা। আজকেও নতুন শনাক্ত ৩৯০, মৃত ১০ জন।আইইডিসিআর সূত্রে গত ২৪ঘন্টায় মোট টেস্ট করা হয় ৩০৯৬ জনের।এর মধ্যে আক্রান্ত ৩৯০ জন।মোট আক্রান্ত ৩৭৭২ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০ জনের।মোট মৃত্যু ১২০ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫ জন।মোট সুস্থ ৯২ জন।
এদিকে গতকাল অব্দি পিপিই গ্রহন করা হয়েছে ১৪ লাখের বেশি।
Leave a Reply