তীব্র শীত পড়ায় পানছড়িতে অসহায় শীতার্থ মানুষকে একটু উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ০৯টার সময় অসহায় শীতার্থ লোকেদের বাড়ি বাড়ি গিয়ে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বিজয় কুমার দেব’র সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ্বল) ও পানছড়ি সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জয় দত্ত শুভ।
শীতবস্ত্র বিতরণ নিয়ে বিজয় কুমার দেব’র কাছে জানতে চাইলে তিনি বলেন; কিছুদিন থেকে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে, বিত্তবান মানুষ গরম কাপড় কিনে শীত নিবারন করলেও অসহায় মানুষগুলো টাকার অভাবে শীতের গরম কাপড় কিনতে পারছে না। তাই তাদের একটু স্বস্তি দিতে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply