বিয়ানীবাজারের তিলপাড়ায় নানাবাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে সাদিক হোসেন (১৬) নামের এক কিশোরের আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর রাতে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে তার নানাবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন তার স্বজনরা।খবর পেয়ে শনিবার সকালে বিয়ানীবাজার থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।আত্মহননকারী কিশোর জকিগঞ্জ উপজেলার উত্তর গঙ্গাজল গ্রামের মাওলানা ফখরুল ইসলামের ছেলে। সে একই উপজেলার গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র বলে নিশ্চিত হওয়া গিয়েছে।বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে ‘বাংলাদেশ সারাবেলাকে‘, বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে আমরা ধারণা করছি।”
Leave a Reply