পানছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মামুন আল মুক্তাদিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তরুনীর বাবা। গতকাল রাতে তরুনীর বাবা এ মামলা দায়ের করেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পানছড়ি থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঐ তরুণী মামুনের এলাকার প্রতিবেশী ও একই ক্লাসের হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে প্রেম চলে আসছে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় ছাত্রদলের এই নেতা। পরবর্তীতে বিয়ে করে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে মামুনের ওপর চাপ দিলে বিপত্তি ঘটে।
গত ০৯ জুলাই মামুন ঐ তরুণীর মা-বোনসহ তরুণীকে মারধর করে। বিষয়টি নিয়ে সামাজিকভাবে এলাকায় সালিশি বৈঠকে সমাধান না হওয়ায় তরুনীর বাবা বাদী হয়ে পানছড়ি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত ছাত্রদল নেতার মা হালিমা বেগম জানান, মেয়েটির সাথে মামুনের প্রেমের সম্পর্কের খবর শুনে আমি ছেলেকে বকা দিয়েছি। মেয়ের বাবার কাছে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছি। তারা তা না মেনে উল্টো থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ দুলাল হোসেন বলেন, ভিকটিমের বাবা থানায় ধর্ষণ ও মারধরের লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তদন্ত সহকারে আসামীকে আটক করি। আটককৃত মামুনকে কোর্টে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার কাজ চলমান আছে।
Leave a Reply