নাটোরের বড়াইগ্রামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা খাতুনের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক ও মুক্তিযোদ্ধা আবুল খায়ের বক্তব্য রাখেন। সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply