নাটোরের বড়াইগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জেলা আওয়ামীলীগ সদস্য মাজেদুল বারী নয়নের শপথ গ্রহণ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত মেয়র মাজেদুল বারী নয়ন। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, সাংগঠণিক সম্পাদক রফিকুল বারী রফিক, প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান, নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইয়াসিন আলী, আওয়ামীলীগ নেতা শ্রী রঞ্জিৎ কুমার কুন্ডু, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান তুহিন ও বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের সাধারণ সম্পাদক নিলয় সরকার নাসিম বক্তব্য রাখেন। সভায় বক্তারা আগামী ১৪ মার্চ অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং আগামী দিনে পৌরসভাকে জনবান্ধব ও সফল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নবনির্বাচিত মেয়রকে দিকনির্দেশনা দেন।
Leave a Reply