বিশিষ্ঠ ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, দেশবরেণ্য স্কাউটার, রংপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা মীর আনিসুল হক পেয়ারার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি বলেন, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেমন বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তেমনি পঁচাত্তরোত্তর কালে মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের রাজনীতিকে এগিয়ে নিতে রংপুর অঞ্চলে আপোষহীন ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে বাংলাদেশ স্কাউটসের বিকাশে এক অসামান্য অবদান রেখেছেন। আজন্ম সংগ্রামী এই নির্লোভ রাজনীতিবিদ ও সমাজকর্মী রংপুরে বাতিঘরের ভুমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও তাঁর সকল শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply