পেশাদারি দায়িত্ব পালনকালে প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে শারিরীক এবং মানষিক হয়রানি এবং অবৈধভাবে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভূঞাপুর (টাংগাইল) উপজেলা কমিটি।
শনিবার (২২ মে) সকাল ৯.৪৫ মিনিটে টাংগাইলের ভূঞাপুর উপজেলা পোস্ট অফিসের সামনে ভূঞাপুর তারাকান্দী রোডে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, দি হাঙ্গর প্রজেক্টের এরিয়া কো ফার্ডিনেটর মাহমুদ আলী, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম, এবং বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিগন।
সাংবাদিক রোজিনা ইসলামকে অবৈধভাবে গ্রেফতারের নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘স্বাধীন বাংলাদেশে সাংবাদিকদের কলম চেপে ধরার ফলে সমাজের আসল চিত্র আমাদের নিকট উঠে আসবে না। দেশের দর্পন সাংবাদিকরা, এদের সাথে আমলাদের এরকম খারাপ ব্যবহার কাম্য নয়।
রবিবারের মধ্যে রজিনা ইসলামকে মুক্তি না দিলে সাংবাদিকরা মাঠে নামবো। শুধু মুক্তি দিলেই হবে না সেইসাথে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং এর সাথে জড়িত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’
Leave a Reply