কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদকসেবী আটক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।
পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের কার্যালয়ে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত তিন মাদকসেবী খেমিরদিয়ার গ্রামের মো. আসাব আলী(২২), মো. রিপন হোসেন(২৩), ফকিরাবাদ গ্রামের মোঃ সেলিম(৪৫) কে ১ বছর ১০ দিন করে কারাদণ্ড প্রদাণ করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তিন মাদকসেবীকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে এক বছর ১০ দিন করে কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply