পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ বুধবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে রুবেল মৃধা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩‘শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রুবেল মৃধা উপজেলার সেনের টিকিকাটা গ্রামের হারেছ মৃধার ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম জনান, রুবেল মৃধা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ক্রেতা সেজে বুধবার দুপুরে পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৩‘শ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ি রুবেল মৃধার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply