পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেকান্দার আলী দফাদার বাড়ীর সামনের খাস জমিতে প্রায় ১ একর জমির উপর মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান কর্মসূচীর আওতায় ৫০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর তৈরীর লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত পত্র মোতাবেক প্রতিটি ঘরে বরাদ্ধ হয়েছে ১লক্ষ ৯০হাজার টাকা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদকে প্রকল্পের কাজ কবে নাগাদ শেষ হবে জানতে চাইলে তিনি বলেন সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিলের মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।
Leave a Reply