পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলাচনা সভা পালন করা হয়েছে ।
দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কতৃক আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষ্যে শনিবার বিকেলে এ ইউনিয়ন আওয়ামী লীগ এর অফিস দোয়া ও আলোচনা সভার করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলিগ নেতা ২নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আবু ইউসুফ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর ১নং সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন আর রশিদ চাকলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কবির হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট এ নিহত সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। সর্বশেষ তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান সকলের কাছে।
এর পরে বোর্ড অফিস বাজার জামে মসজিদ এর ইমাম হাফেজ মোঃ এনামুল হক এর নেতৃত্বে দোয়া মিলাদ পরিচালিত হয়। দোয়া মিলাদ শেষে অনুষ্ঠানের সভাপতি আবু ইউসুফ মোল্লা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply