আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চাইতে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী মাঠে পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। খাগড়াছড়ি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরীর পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সহ গত সাত’দিন পৌরসভা ও পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন ও উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন বিজয় কুমার দেব। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নির্মলেন্দু চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
জানা গেছে, নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য।
বিজয় কুমার দেব বাংলাদেশ সারাবেলা’কে বলেন, নির্মলেন্দু চৌধুরী’র জনপ্রিয়তা মানুষের ভালোবাসা থেকেই বোঝা যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। সৎ মানুষ বলেই এবার তিনি নির্বাচিত হবেন বলে বিশ্বাস। সৎ সজ্জন মানুষ হিসেবে তিনি অবশ্যই নৌকার বিজয় ছিনিয়ে আনবেন বলে সকলস্তরের মানুষ মনে করেন।
এসময় সঙ্গে তার পানছড়ি উপজেলার বিভিন্ন ইউনিটের আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পৌরসভায় ইভিএমে ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply