পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ২ টি গরুসহ একজন চোর আটক করেছে পুলিশ। ১৫ই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত আনুমানিক ১২ টায় চরমোন্তাজ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাইলাবুনিয়া গ্রাম থেকে গরু চুরি করার সময় জনগণ হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে।
আটককৃত গরুচোর পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার পূর্ব সোনাখালী গ্রামের মোঃ শহিদুল গাজীর ছেলে লিটন গাজী(৩০)।
আটককৃত গরুচোরের কাছে থেকে জানা যায় রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মোঃ বেল্লাল হাওলাদার “ওরফে সুদী বেল্লাল” (৫০) পিতা মোঃ আজিজ হাওলাদার, এর হুকুমে তিনি গরু চুরি করতে আসেন। আটককৃত চোর লিটন গাজী সুদী বেল্লালের বাড়িতে কাজ করতে আসেন, তারপর তাকে দিয়ে গরু চুরি করান সুদী বেল্লাল।
অভিযুক্ত সুদী বেল্লালের বিষয়ে এলাকাবাসী বলেন, আমাদের ইউনিয়ন চারদিকে নদীবেষ্টিত হওয়ায় আমরা একমাত্র আয়ের উৎস হিসেবে গরু মহিষ পালন করি কিন্তু আমাদের ইউনিয়নে কিছু দিন পরপরই গরু মহিষ চুরি হয়। আর প্রত্যেকটি চুরির সাথে জড়িত এই সুদী বেল্লাল। গরু মহিষ চুরি করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সুদী বেল্লাল। এই সুদী বেল্লালের জ্বালায় আমরা অতিষ্ঠ তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের হয়রানি করে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এবং আমাদের আয়ের উৎস হিসেবে গরু মহিষ পালন করি কিন্তু তা অন্য জায়গা থেকে লোক এনে চুরি করায় এই সুদী বেল্লাল। আমরা এলাকাবাসী সুদী বেল্লালের হাত থেকে মুক্তি চাই।
এবিষয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন বলেন, গরু চুরির ঘটনাস্থল থেকে আমরা চোরকে উদ্ধার করে রাঙ্গাবালী থানায় হস্তান্তর করেছি।অভিযুক্ত সুদী বেল্লালের বিরুদ্ধে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply